জীবনে চলার নানা পথ, নানা মত সত্যিই আমাকে বিস্মিত করে ফেলে। চলার পথটি কখনও বন্ধুর কখনও মসৃণ। যখন মসৃণ পথ পাড়ি দিই তখন মনে হয় পৃথিবীতে না আসলে বোধহয় জীবটা উপভোগ্য হত না।
আবার যখন বন্ধুর পথ পাড়ি দিই তখন মনে হয় পৃথিবীতে আসা যেন ব্যর্থতা।
জীবন টা আসলে কী?