জীবনটা আসলে কী?


ক্ষুদ্র এই জীবনের অনেকগুলি বছর দেখতে দেখতে কেটে গেল। তার মধ্যে কিছু বছর গেছে যখন আমি জীবনের কিছুই বুঝতাম না। এখনও যে বুঝি তাও না। তবে চেষ্টা করছি।  আবার ভাবি কেন জীবনকে বুঝার চেষ্টা করছি? উত্তর কখনও থাকে কখনও থাকেনা।


জীবনে চলার নানা পথ, নানা মত সত্যিই আমাকে বিস্মিত করে ফেলে। চলার পথটি কখনও বন্ধুর কখনও মসৃণ। যখন মসৃণ পথ পাড়ি দিই তখন মনে হয় পৃথিবীতে না আসলে বোধহয় জীবটা উপভোগ্য হত না।
আবার যখন বন্ধুর পথ পাড়ি দিই তখন মনে হয় পৃথিবীতে আসা যেন ব্যর্থতা। 
জীবন টা আসলে কী?