হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


বিদ্যালয়ে এসেছেন যখন কিছু অনুশীলন করুন। যেমন:
➤কারক                 
➤সমাস                  
➤বাগধারা            
➤গণিত             


হাতিয়াপাড়া। 
হাতিয়াপাড়া নওগাঁ জেলার আত্রাই থানার শাহাগোলা ইউনিয়নের একটি গ্রাম। আত্রাই থানা থেকে হাতিয়াপাড়া গ্রামের দূরত্ব প্রায় ৮ কিলোমিটার এবং নওগাঁ জেলা থেকে দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার।
হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।  হাতিয়াপাড়া গ্রামের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি স্বনামধন্য প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টিতে হাতিয়াপাড়াসহ পাশ্ববর্তী আরও কয়েকটি গ্রামের ছেলে মেয়ে পড়ালেখা করে। বিদ্যালয়টির ভবন একটি। কক্ষ সংখ্যা ৪টি। যার মধ্যে ৩টি ব্যবহৃত হয় শ্রেণির জন্য; অন্য একটি শিক্ষকদের জন্য। এই বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। বিদ্যালয়টির পেছন দিকে প্রবাহমান রয়েছে রতন ডারা।

















Hatiapara Government Primary School
Hatiapara Government Primary School




গুগল ম্যাপস্ এ গিয়ে  হাতিয়াপাড়া দেখুন










হাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে রয়েছে একটি খেলার মাঠ এবং তার সামনে একটি ইদগাহ ময়দান।












 Edgah Maidan
Eidgah Maidan


এছাড়াও হাতিয়াপাড়া গ্রামে একটি হাসপাতালও রয়েছে। সব মিলিয়ে হাতিয়াপাড়া সুন্দর ও শান্তিপূর্ণ একটি গ্রাম।
আর হাতিয়াপাড়া গ্রাম থেকে এই সাইটের নামকরণ হয়েছে হাতিয়াপাড়া।




No comments:

Post a Comment