সি ভাষায় A থেকে Z পর্যন্ত ছোট হাতের ও বড় হাতের এবং 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ব্যবহার করা যায়। এছাড়াও বিভিন্ন কনস্ট্যান্ট(constant), ভ্যারিয়েবল (variable), অপারেটর (operator), রাশি (expression) ইত্যাদি ক্ষেত্রে কিছু বিশেষ বর্ণ (special character) ব্যবহৃত হয়। এগুলো নিম্নরূপ:
কিওয়ার্ডগুলো নিম্নরূপ:
এছাড়াও কিছু কিছু সি কম্পাইলারে নিচের সি কিওয়ার্ডগুলোও (C keywords) থাকে:
+ - * / = % > <: ; ( ) { } [ ] _
# & ! ? ^ " ' - | . , (blank space)সি ভাষায় নির্দিষ্ট কিছু ওয়ার্ড রয়েছে যার সি ভাষায় যার নির্দিষ্ট অর্থ আছে (predefined meaning) যাদের কিওয়ার্ড (Keywords) বলে। কিওয়ার্ডগুলো (keywords) তার নিজস্ব কাজ ছাড়া অন্য কাজ (যেমন: চলক হিসেবে) ব্যবহার করা যাবে না। এই কি ওয়ার্ডগুলো ছোট হাতের লিখতে হয়।
কিওয়ার্ডগুলো নিম্নরূপ:
auto break case char const continue default do double else enum
extern float for goto if int long register return short signed
sizeof static struct switch typedef union unsigned void volatile while
এছাড়াও কিছু কিছু সি কম্পাইলারে নিচের সি কিওয়ার্ডগুলোও (C keywords) থাকে:
ada asm entry far fortran huge near pascal
No comments:
Post a Comment